Logo

টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৪, ০৫:৪০
33Shares
টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

উক্ত বিষয়টি নিশ্চিত করেছে এসআই সাইফুল ইসলাম

বিজ্ঞাপন

গাজীপুর মহানগরীহর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ নগদ পঁচিশ হাজার টাকাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

বুধবার (০৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেনের নির্দেশনায় এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ দক্ষিণ আউচপাড়া এলাকার গিয়াসউদ্দিন খান এর অভিযান- ২৫২ নং বাসায় অভিযান পরিচালনা করে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় ২০ কেজি মাদক সাদৃশ্য গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২৫০০০ (পঁচিশ) হাজার টাকাসহ জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মেরুর চর এলাকার মো. রহিমের ছেলে শামীম মিয়া (২৬) এবং জামালপুরের ইসলামপুর থানার সাভার চর এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. মানিক মিয়াকে (২৯) গ্রেফতার করে। 

উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরূদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় টঙ্গী পশ্চিম থানায় মামলা নং -৪ বুধবার (০৩ এপ্রিল) রুজু হয়েছে। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। ওদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উক্ত বিষয়টি নিশ্চিত করেছে এসআই সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, মাদকসহ ধৃত আসামীদের আইনগত প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তৎপর রয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD