Logo

বিয়ে করেই ইন্ডাস্ট্রি ছাড়বেন পূজা

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৪, ২২:০১
75Shares
বিয়ে করেই ইন্ডাস্ট্রি ছাড়বেন পূজা
ছবি: সংগৃহীত

ঈদের ছবি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পূজা। কথার ফাঁকে জানান বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবেন তিনি।

বিজ্ঞাপন

বড় পর্দার তরুণ অভিনেত্রী পূজা চেরি। এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে তার ‘লিপস্টিক’ সিনেমা। রবিবার (৩১ মার্চ) ‘বেসামাল—ড্যান্স নম্বর ওয়ান’ শিরোনামে একটি গান প্রকাশের মধ্য দিয়ে সিনেমার প্রচার শুরু হয়েছে। এটি বানিয়েছেন কামরুজ্জামান রোমান। পূজার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আদর আজাদ।

ঈদের ছবি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পূজা। কথার ফাঁকে জানান বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবেন তিনি।

বিজ্ঞাপন

পূজা বলেন, “এবারের ঈদেও সিনেমা মুক্তি পাচ্ছে আমার বিষয়টি যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা—যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।”

বিজ্ঞাপন

এ সময় পরিবারের পছন্দে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ারও বার্তা দেন এ অভিনেত্রী। তিনি বলেন, “আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব। তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিতি ছবি লিপস্টিক। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এর পরই শুরু হয় অন্য এক জীবন। বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ।

কামরুজ্জামান রোমান নির্মিত সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD