ভেড়ামারায় গৃহহীনদের টিন ও চেক বিতরণ করলেন এমপি কামারুল
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪
কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বরাদ্দপ্রাপ্ত ঢেউটিন ও চেক বিতরণ করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য কামারুল আরেফিন ২৭ বান্ডিল ঢেউটিন ও ২৭ জনকে মোট ৮১ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করেন।
আরও পড়ুন: সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৮৪ জন দস্যুরা পেল র্যাবের ঈদ উপহার
ভেড়ামারা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌর সভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আঃ আজিজ, ভাইস চেয়ারম্যান পিপুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া প্রমুখ।
এমএল/