মোটরসাইকেলে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল স্বামী-স্ত্রীর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪


মোটরসাইকেলে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটিতে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাকেলের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।


শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা থেকে সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক।


আরও পড়ুন: ট্রেনে উৎসবমুখর পরিবেশে যাত্রীদের ঈদযাত্রা


পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করেন। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে হালুয়াঘাট সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় যেতেই বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে।


এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুর রহমান। পরে স্থানীয়রা সোনিয়া আক্তারকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ওসি মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


জেবি/এজে