বান্দরবানে কেএনএফের দুই সদস্য গ্রেফতার

রবিবার (৭ এপ্রিল) দুপুরে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বান্দরবানে ব্যাংক লুট, মসজিদে হামলা ও অপহরণের ঘটনায় বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুইজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গ্রেফতার দুই কুকি-চিন সদস্য হলেন - সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম (৫৫) ও কেএনএফ নেতা রোয়ান লিন বম (৫৫)।
র্যাব সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
র্যাব জানিয়েছে, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া, খামতাং পাড়া, এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। অপরদিকে, বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সদস্য গ্রেফতারের বিষয়ে আজ রবিবার বিকালে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব-১৫।
বিজ্ঞাপন
জেবি/এসবি








