সাগর পথে আসা ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪


সাগর পথে আসা ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালিয়া পাড়া ঘাট এলাকা থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মিয়ানমার থেকে চোরাইভাবে সাগর পথে আনা হয় এই মাদকের চালানটি।


রবিবার (৭ এপ্রিল) ভোরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।


আরও পড়ুন: সশস্ত্র সংগঠন কেএনএফ-এর শক্তি আসলে কতটা?


তিনি জানান, মাদকের একটি চালান মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে আসতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বঙ্গোপসাগর তীরে মহেশখালীয়া পাড়া ঘাটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নৌকা থেমে নেমে একটি পোটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভের দিকে আসতে দেখে। এই সময় টহলদল চোরাকারবারীকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বর্ণিত চোরাকারবারী তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌঁড়ে নৌকায় উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলার ভিতর থেকে ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়।


এমএল/