Logo

নিজেদের ‘গোপন’ সম্পর্কে মুখ খুললেন মাহি-জয়!

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৪, ০৬:৫৭
125Shares
নিজেদের ‘গোপন’ সম্পর্কে মুখ খুললেন মাহি-জয়!
ছবি: সংগৃহীত

এরপর সন্তান ফারিশকে নিয়ে একাই বসবাস করছেন এই অভিনেত্রী

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অন্যদিকে ঢালিউডের বর্তমান প্রজন্মের নায়ক জয় চোধুরী। এ দুজনেই ব্যক্তিগত জীবনে বিবাহিত। যদিও সম্প্রতি স্বামী রকিব সরকারের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে মাহির। এরপর সন্তান ফারিশকে নিয়ে একাই বসবাস করছেন এই অভিনেত্রী। 

অন্যদিকে ভালোবেসে অভিনেত্রী নীড়কে বিয়ে করেছেন অভিনেতা জয়। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। তবুও মাহিয়া মাহির সাথে নাকি তার গোপন সম্পর্ক রয়েছে! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দুই তারকাই এই সম্পর্কে মুখ খুলেছেন।

বিজ্ঞাপন

জয় চৌধুরীর সাথে মাহির সম্পর্ক অনেক ভালো। বিভিন্ন সময়ে দুজনের ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এই নায়কের বাসায় অন্য নায়ক-নায়িকাদের সাথে বেশ ফুরুফুরে মেজাজেই আড্ডায় দেখা যায় মাহিকে।

বিজ্ঞাপন

কিন্তু পর্দায় জয় চৌধুরীর সাথে কখনো কাজই করেননি এ নায়িকা। তাহলে তাদের মাঝে এত ভালো সম্পর্ক কীভাবে হয়? সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন তারা। ফাঁস করেছেন তাদের ‘গোপন’ সম্পর্কের কথা। 

বিজ্ঞাপন

মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। ও আমার সাথে কোন সিনেমায় কাজ করেনি। আর আমার সাথে যেসব অভিনেতারা কাজ করেন আমি তাদের শত্রু ভাবি। যার কারণে তাদের সাথে আমার সম্পর্কটা ভালো হয় না। নায়ক জয়ের সাথে আমার ২০১৯ থেকেই বেশ ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যে কোন জিনিস গোপন রাখলে সেটা ভলো থাকে।’

বিজ্ঞাপন

এদিকে মাহির সাথে সম্পর্কের বিষয়ে জয় বলেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালভাবে গ্রহণ করে না। গোপন থাকলে তার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সাথে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক বেশি।’

অনেকদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বেশ চমকে দিয়েছেন এ নায়িকা। মাহির অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। 

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD