মুস্তাফিজের শেখার বাকি নেই, আইপিএলের অন্যরা তার থেকে শিখবে: জালাল ইউনুস


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪


মুস্তাফিজের শেখার বাকি নেই, আইপিএলের অন্যরা তার থেকে শিখবে: জালাল ইউনুস
ছবি: সংগৃহীত

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের শেখার কিছু নেই, মুস্তাফিজের কাছ থেকে আইপিএলের অন্য প্লেয়াররা শিখবে বলে মন্তব্য করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।


বুধবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে তিনি বলেন, 'মুস্তাফিজের আইপিএল থেকে শেখার কিছু নেই, মুস্তাফিজের কাছ থেকে আইপিএলের অন্য প্লেয়াররা শিখবে।'


আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতিতে ম্যাক্সওয়েল


আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে নিজেদের ঝালিয়ে নেবে শান্ত বাহিনী। তবে বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, বিশ্বকাপের বছরে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বিবেচনায় জিম্বাবুয়ে সিরিজের পরিবর্তে পুরো আইপিএলে খেলার জন্য মুস্তাফিজকে অনাপত্তিপত্র দেয়া উচিত।


তবে বিসিবির এই পরিচালকের সঙ্গে একমত নন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। তিনি মনে করেন মুস্তাফিজের আর আইপিএল থেকে শেখার কিছুই নেই।


এবারের আইপিএলে খেলার জন্য বিসিবি মুস্তাফিজুর রহমানকে প্রথম দফায় ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তি পত্র দিয়েছিল। সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন কাটার মাস্টার। চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। আর পারফরম্যান্সও করেছেন দুর্দান্ত। চেন্নাইয়ের অন্যতম প্রধান বোলারে পরিণত হয়েছেন তিনি।


আরও পড়ুন: দল ঘোষণার আগমুহূর্তে ফিটনেস ক্যাম্প ছাড়লেন শাহিন


তবে শিগগিরই আইপিএল ছেড়ে দেশে ফিরে আসতে হচ্ছে মুস্তাফিজকে। আগামী ৩ মে মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে মুস্তাফিজকে শুরু থেকেই খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। ফলে তার আগেই দলের সঙ্গে যোগ দিতে হবে কাটার মাস্টারকে। তবে প্রথমে ৩০ মে পর্যন্ত ছুটি থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে ১ মে পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। সে হিসেবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি খেলে দেশে ফিরবেন তিনি।


চলতি আইপিএলে সময়টা দারুণ কাটছে মুস্তাফিজের। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে নিষ্প্রভ থাকলেও চেন্নাই শিবিরে যোগ দিয়ে দ্যুতি ছড়াচ্ছেন এ পেসার। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে আছেন পার্পল ক্যাপ দখলের দৌড়ে।


জেবি/এজে