Logo

জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন ইমরুল

profile picture
জনবাণী ডেস্ক
২০ এপ্রিল, ২০২৪, ০৫:২৯
77Shares
জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন ইমরুল
ছবি: সংগৃহীত

নতুন করে ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি

বিজ্ঞাপন

ইমরুল কায়েসের সবশেষ বিপিএলটা মোটেও ভালো কাটেনি। শুরুর তিন ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পেলেও  পরে ইনজুরির কারণে ছন্দপতন হয় বাঁ-হাতি এই ব্যাটারের। সেই চোট কাটিয়ে ডিপিএল দিয়ে মাঠে ফিরেছেন ইমরুল। শুরুর দিকে একটি সেঞ্চুরিও করেছিলেন মোহামেডানের কাপ্তান। সবশেষ শুক্রবার (১৯ এপ্রিল) ব্যাট হাতে অপরাজিত ৯২ রান করেছেন তিনি।

মিরপুর শের-ই বাংলায় ম্যাচ শেষে তার কাছে সংবাদমাধ্যমের প্রশ্ন জাতীয় দলে ফেরা প্রসঙ্গে। উত্তরে তিনি বলেন, ‘এখানে খেলছি, এখানে খেলতে দিন না। এখানেই খেলি। জাতীয় দল পরে ভেবে দেখা যাবে। (ডিপিএলের মাঝামাঝিতে ছন্দ হারানো নিয়ে) ক্রিকেটে ধরনটাই এমন, সবসময় একরকম খেলবেন না, উত্থানপতন থাকবেই। একটা বিরতির পর সবকিছু নতুন করে শুরু করতে পেরেছি। নতুন করে ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি।’

বিজ্ঞাপন

ডিপিএল নিয়ে এই ব্যাটার বলেন, ‘বাংলাদেশে ডিপিএলের ওপর কোনো লিগ নেই। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয় এখানে, বেশ ভালো ভালো বোলার থাকে, মান সম্পন্ন স্পিনার থাকে। যাদের বল মোকাবিলা করে আপনাকে রান করতে হবে। অনেক স্কিলফুল ব্যাটার থাকে, বোলাররাও সেই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করে। যখন বিদেশিরা খেলতো তারাও বলেছে, প্রিমিয়ার ডিভিমনে অনেক ভালো ক্রিকেট হয়।’

বিজ্ঞাপন

বর্তমানে মোহামেডান ক্লাবের নেতৃত্বভার ইমরুলের কাঁধে রয়েছে, তবে সুপার লিগে এই দায়িত্বে অন্য কাউকে চান তিনি, ‘অধিনায়কের কাজ হলো দলকে গুছিয়ে রাখা। খেলাটা খেলোয়াড়দের খেলতে হয়, অধিনায়ক একা কখনোই খেলে দেয় না। আমি প্রথমে রিয়াদ ভাইকে অধিনায়কত্ব করতে বলেছিলাম। আর আজও বলেছি সুপার লিগ আরেকজন করুক। আমি চাই মেহেদী হাসান মিরাজ করুক। এখান থেকেই শিখুক। জাতীয় দলে যেয়ে যেন সহজ হয়, মুখস্থ থাকে। আজ সকালেও বলেছি পরের পাঁচটা ম্যাচ মিরাজ অধিনায়কত্ব করলে বেশ ভালো লাগবে। আমার কাছে নেতৃত্ব বড় কোনো ব্যাপার নয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবারের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন ৩৪.৩ ওভারে মাত্র ১৩৫ রানেই আউট হয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ সমান ৪৫ করে রান করেন ব্যাটার মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস। বিপরীতে মোহামেডানের হয়ে ২২ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন নাসুম আহামেদ, মেহেদী হাসান মিরাজ শিকার করেন ৩ উইকেট। জবাবে রানতাড়ায় মোহামেডান মাত্র ২৩.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ব্রাদার্সের লক্ষ্য পেরিয়ে যায়। অধিনায়ক ইমরুল কায়েস এই ম্যাচে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD