তীব্র গরমে প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪


তীব্র গরমে প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ
ছবি: সংগৃহীত

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ  হয়েছে উঠেছে। এ অবস্থায় দেশ জুড়ে ৩ দিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস। 


এই পরিস্থিতির মধ্যেই রবিবার (২১ এপ্রিল) খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে স্কুল খুললেও তীব্র গরম থেকে রক্ষা করতে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।


আরও পড়ুন: ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের আবেদন শুরু


এ তথ্য জানিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।


আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু, কোন বিভাগে ফি কত


তুহিন জানান, দেশজুড়ে বহমান দাবদাহের দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে।


জেবি/এসবি