একদিন আগেই আমিরাতে নোঙর করবে এমভি আবদুল্লাহ

রবিবার (২১ এপ্রিল) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের নোঙর করার কথা রয়েছে জাহাজটির।
বিজ্ঞাপন
সোমালিয়ান দস্যুদের কবল পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবার নির্ধারিত সময়ের একদিন আগেই আল হামরিয়া বন্দরে নোঙর করছে।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের নোঙর করার কথা রয়েছে জাহাজটির।
বিজ্ঞাপন
কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “নির্ধারিত সময়ের একদিন আগেই আল হামরিয়া বন্দরে নোঙর করছে এমভি আবদুল্লাহ। নাবিকরা সবাই সুস্থ আছেন।”
বিজ্ঞাপন
জানা গেছে, সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরারে আল হামরিয়া বন্দরের নোঙর করার কথা ছিল ২২ এপ্রিল। কিন্তু জাহাজের গতি বাড়ানোর করার কারণে একদিন আগেই আল হামরিয়া বন্দরে পৌছাবে। রবিবার বিকেলে ৬টার মধ্যেই জাহাজ বন্দরে নোঙর করার কথা রয়েছে। এ বন্দরে ৪ থেকে ৫ দিন অবস্থান করে কয়লা খালাস করবে। এরপর চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা করবে। ওই বন্দর থেকে সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী এবং জেনারেল স্কোয়াড মোহাম্মদ নুর উদ্দিন জাহাজ থেকে নেমে যাবেন। তারা উড়োজাহাজে করে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক জাহাজে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা করবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গেল ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন