মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবিতে নিহত ৫৮


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪


মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবিতে নিহত ৫৮
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে।  ফেরিডুবির এ ঘটনায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। 


স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি।


আরও পড়ুন: কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই কী এমন বন্যার কবলে আরব আমিরাত?


প্রতিবেদনে বলা হয়, নৌযানটিতে থাকা ৩০০ জনের বেশিরভাগই স্থানীয় সময় শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং পথিমধ্যে এটি ডুবে যায়।


বিবিসি বলছে, রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, ফেরিডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন। এছাড়া অনেকেই পানিতে ঝাঁপ দিচ্ছেন।


একজন প্রত্যক্ষদর্শী ফরাসি ভাষার সম্প্রচারকারী আরএফআইকে বলেছেন, ‘এইমাত্র যা ঘটেছে তা ছিল ভয়ঙ্কর। আমি এমন একটি পরিবারকে চিনি যারা এই ট্র্যাজেডিতে সাতজন আত্মীয়কে হারিয়েছে।’


আরও পড়ুন: হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত


শনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরার সাথে কথা বলার সময় নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেন, উদ্ধারকারীরা পানি থেকে ‘৫৮ জনের মৃতদেহ’ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, ‘পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা আমরা জানি না।’


অবশ্য ফেরি দুর্ঘটনার পর বেঁচে যাওয়া বহু মানুষ বাঙ্গুইয়ের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।


জেবি/এজে