Logo

কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই কী এমন বন্যার কবলে আরব আমিরাত?

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৪, ২৪:২৭
392Shares
কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই কী এমন বন্যার কবলে আরব আমিরাত?
ছবি: সংগৃহীত

অনলাইনসহ নানা মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ব্যাপারটি নিয়ে অনেক জলঘোলাও হচ্ছে।

বিজ্ঞাপন

হঠাৎ করেই ভারী বৃষ্টি শুরু হয়ে বন্যায় তলিয়ে গেছে দুবাই। নজিরবিহীন এমন বন্যায় অনেকেই অবাক বনে গেছেন। কারো আবার দাবি,  ক্লাউড সিডিং করে কৃত্রিমভাবে বৃষ্টি নামাতে গিয়েই এই বিপর্যয় ডেকে আনা হয়েছে। অনলাইনসহ নানা মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ব্যাপারটি নিয়ে অনেক জলঘোলাও হচ্ছে। 

তবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়,  মঙ্গলবার (১৬ এপ্রিল) কোনো ধরনের ক্লাউড সিডিং (কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পদ্ধতি) করা হয়নি। এটা মৌসুমি বৃষ্টিপাত।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খালিজ টাইমসকে আবহাওয়া দফতরের প্রধান আহমেদ হাবিব বলেছেন, “আবহাওয়ার চরম অবস্থার কারণেই এমন বৃষ্টি হয়েছে। কোনো ধরনের ক্লাউড সিডিং করা হয়নি।”

বিজ্ঞাপন

গেল দুই দিনে ৭৫ বছরের মধ্যে দুবাইতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই তলিয়ে গেছে অনেক এলাকা। রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে। 

বিজ্ঞাপন

ভারী বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ও বিমানবন্দরের অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় গেল দুই দিনে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ৮৮৪ ফ্লাইট বাতিল করা হয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD