তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয়


Janobani

মো. রুবেল হোসেন

প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪


তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয়
ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মোতাবেক দেশে  তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে। এমতাবস্থায়, তাপ প্রবাহজনিত পীড়ন (স্ট্রেস) সহনীয় করতে গবাদি প্রাণী-পোল্ট্রি খামারীদেরকে পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।


পরামর্শ গুলো হলো:

১) গবাদি প্রাণী বা পোল্ট্রির ঘর শীতল রাখার ব্যবস্থা করতে হবে। এজন্য শেডের চালে ভেজা চট/বস্তা/কাপড় বিছিয়ে দেয়া যেতে পারে এবং সময়ে সময়ে তাতে পানি ছিটিয়ে ভিজিয়ে দিতে হবে। ঘরের ভিতরেও ভেজা চট/বস্তা/কাপড় ঝুলিয়ে রাখলে তা ঘরের ভিতরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। ঘরের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে ফ্যান ব্যবহার করতে হবে।


২) গবাদি প্রাণীকে দিনে একাধিকবার গোসল করানো/পাইপের সাহায্যে পানি ছিটিয়ে ভিজিয়ে দিতে হবে।


৩) গবাদিপ্রাণী-পোল্ট্রিকে পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে। পানির সাথে উপযুক্ত পরিমানে লবণ/ভিটামিন সি/ ইলেক্ট্রোলাইট/গ্লুকোজ ইত্যাদি মিশিয়ে দেয়া যেতে পারে।


আরও পড়ূন: গ্রামীণ অর্থনীতিতে খামারিদের নীরব বিপ্লব



৪) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সময়ে আবদ্ধ ঘরে বা খোলা মাঠে গবাদি প্রাণী না রেখে গাছের/প্রাকৃতিক ছায়াযুক্ত স্থানে রাখুন।


৫) গবাদি প্রাণীকে খড় বা অতি পরিপক্ক শক্ত আঁশযুক্ত খাবার না দিয়ে নরম কচি ঘাস সরবরাহ করুন। হজমের সময় তাপ বৃদ্ধি কমাতে দুগ্ধজাত গরুকে কম আঁশ এবং উচ্চ শক্তি সম্পন্ন খাবার সরবরাহ করলে তা হিট স্ট্রেস কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।


৬) দিনের অতিরিক্ত গরমের সময়ে খাদ্য সরবরাহ কমিয়ে, শীতল সময়ে খাবার বাড়িয়ে দিন।


আরও পড়ুন: লবণাক্ত যায়গায় কলা চাষ করে তাক লাগিয়েছেন ইয়াকুব খান


৭) সম্ভব হলে মিনারেল মিক্সচার ব্লক সরবরাহ করুন।


৮) প্রচণ্ড গরমে কৃমিনাশক ব্যবহার বা টিকা প্রদান কিংবা গবাদি প্রাণী পরিবহন পরিহার করুন। দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে এ কাজগুলো করা যেতে পারে।


জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা।


জেবি/এসবি