Logo

রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৪, ০৭:১৫
51Shares
রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ
ছবি: সংগৃহীত

এর আগে দীর্ঘসময় ধরে মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা

বিজ্ঞাপন

তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলে। এ অবস্থায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।

তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টি বর্ষণের জন্য সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন এলাকার মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এর আগে দীর্ঘসময় ধরে মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা। বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা কারি মোহাম্মদ আল আমিন ইউনুস।

বিজ্ঞাপন

বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মাওলানা কারি মোহাম্মদ আল আমিন ইউনুস বলেন, খরা বা দাবদাহের অবস্থা থেকে নিষ্পতি পেতে আল্লাহর কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইস্তিসকার নামাজ বলে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয়- এজন্য আমরা ইস্তিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ যাতে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন- এজন্য দোয়া ইউনুস পড়েছি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD