ভারতে বহুতলে আগুন, নিহত প্রৌঢ় দম্পতি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪
ভারতের উত্তরপ্রদেশের নির্মাণাধীন বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক প্রৌঢ় দম্পতির।
সোমবার (২২ এপ্রিল ) উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: একদিনে ২০০টির বেশি ভূমিকম্প, কাঁপল তাইওয়ান
পুলিশ সূত্রে জানা গেছে, শর্টসার্কিটের জেরে বহুতল ভবনের নীচ তলায় আগুন লাগে। সেখানে প্রচুর বাজি মজুত করা ছিল। আগুন তা থেকে বহুতলে ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে যান প্রৌঢ় দম্পতি। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাদের।
আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে পর্যটকের মৃত্যু
নিহতদের পরিবার জানায়, আগামী সপ্তাহেই বিয়ের অনুষ্ঠানের জন্য বাজি কিনে সেখানে রাখা ছিল। তা থেকেই বড় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
জেবি/এসবি