Logo

গোসল ফরজ অবস্থায় কারো মৃত্যু হলে করণীয়

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৪, ০৬:৫৬
376Shares
গোসল ফরজ অবস্থায় কারো মৃত্যু হলে করণীয়
ছবি: সংগৃহীত

হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

কোনো মুসলমান মৃত্যু বরণ করলে অপর মুসলমানের ওপর মৃত ব্যক্তির গোসল, কাফন, জানাজা নামাজ, খাটিয়া বহন ও দাফন করা অবশ্যক হয়ে পড়ে। কোনো মুসলমান নর-নারী মারা গেলে দ্রুতই এই কাজগুলো সম্পাদন করতে হয়। হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

এক হাদিসে দয়ালনবী (সঃ) হজরত আলী রা.-কে উদ্ধেশ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। ৩. কোন অবিবাহিতা মেয়ের জন্য যখন কোন উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না।’ -(তিরমিজি ১/২০৬)

বিজ্ঞাপন

আর মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কিফায়া। তবে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তার ওপর গোসল ফরজ থাকলে সেই মৃতকে কীভাবে গোসল করানো হবে? এ সম্পর্কে জানতে চেয়ে একজন প্রশ্ন করেছেন— 

বিজ্ঞাপন

‘কিছুদিন আগে গোসল ফরজ থাকা অবস্থায় এক ব্যক্তি মারা যান। তো এলাকার এক মুরুব্বির ভাষ্য অনুযায়ী তাকে দুইবার গোসল দেওয়া হয়। গোসল ফরজ থাকা অবস্থায় কেউ মারা গেলে কি তাকে দুইবার গোসল দেওয়া প্রয়োজন?’

বিজ্ঞাপন

এ বিষয়ে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদদের অভিমত হলো

বিজ্ঞাপন

গোসল ফরজ থাকা অবস্থায় কোনো ব্যক্তি মারা গেলে তাকে দুইবার গোসল দেওয়ার কোনো নিয়ম নেই। বরং অন্যান্য মৃত ব্যক্তিদের মত শরীয়তের বিধান অনুযায়ী একবার গোসল দেওয়াই নিয়ম। আতা রাহ. বলেন-

إذَا مَاتَ الْجُنُبُ وَالْحَائِضُ يُصْنَعُ بِهِمَا مَا يُصْنَعُ بِغَيْرِهِمَا

বিজ্ঞাপন

গোসল ফরজ অবস্থায় কেউ মারা গেলে বা ঋতুমতী মহিলা মারা গেলে (মৃতের গোসলের ক্ষেত্রে) তাদের বিধান অন্যান্য মৃতের মতোই হবে (অর্থাৎ তাদেরকে নিয়মমতে একবারই গোসল দিতে হবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১১২৬)

বিজ্ঞাপন

সুতরাং উক্ত মৃতকে দ্বিতীয়বার গোসল দেওয়া সঠিক হয়নি।

(আলআওসাত, ইবনুল মুনযির ৫/৩৬১; তাবয়ীনুল হাকায়েক ১/৫৬৬; মিনহাতুল খালিক ২/১৭১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ৩১১; আল কাউসার অনলাইন, আলমাজমূ শরহুল মুহাযযাব, নববী ৫/১২৩)।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD