টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪


টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ
তলোয়ার মাছ - ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪০০ কেজি ওজনের বিশাল প্রজাতির একটি তলোয়ার মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে আবু তৈয়ুবের জালে মাছটি ধরা পড়ে। তবে মাছটি তলোয়ার আকৃতির ঠোঁটের জন্য ইংরেজিতে এর নাম দেওয়া হয়েছে 'সোর্ড ফিশ'। কোনো কোনো দেশে মাছটি 'ব্রডবিল' নামেও পরিচিত।


বুধবার (২৪ এপ্রিল) সকালে টেকনাফের শামলাপুর পুরানপাড়া ঘাটের জেলেদের জালে মাছটি ধরা পড়ে।


আরও পড়ুন: মিয়ানমারের নৌবাহিনীর ছোঁড়া গুলিতে টেকনাফের ২ জেলে আহত


জেলেদের সাথে কথা বলে জানা যায়, আজকে মাছটি জালে ধরা পড়ে। মাঝে মধ‌্যে এই প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এই প্রথম তাদের জালে উঠেছে।


আরও পড়ুন: টেকনাফে থেমে থেমে বিস্ফোরণের শব্দ, আতঙ্ক কাটেনি স্থানীয়দের


মাছ ক্রেতা ধলা মিয়া জানান, সকালে স্থানীয় জেলে আবু তৈয়ুবের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে। যাযাবর প্রজাতির এ মাছটি শিকারি মাছ হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী মাছদের মধ্যে এটি একটি। এটি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে।


জেবি/এসবি