সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ৬ জনের

আহত ও নিহতদের উদ্ধারের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
বিজ্ঞাপন
রাঙ্গামাটির সাজেকের উদয়পুরে শ্রমিকবাহী ডাম্পট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, খাগড়াছড়ি হতে সাজেক উদয়পুর সীমান্তবর্তী সড়ক নির্মাণের জন্য ডাম্পট্রাকে ১৪ জন শ্রমিক জামান ইঞ্জিনিয়ার কোম্পানির ব্রিজের কাজে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাজেকে আবারও যান চলাচল শুরু
অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, আহত ও নিহতদের উদ্ধারের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। যেহেতু ঘটনাস্থল সীমান্তবর্তী এলাকায়। সেখানে যেতে অনেক সময় লাগবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আকতার গণমাধ্যমকে জানান, সীমান্তবর্তী উদয়পুরে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে।
জেবি/এসবি
বিজ্ঞাপন








