সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ৬ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪
রাঙ্গামাটির সাজেকের উদয়পুরে শ্রমিকবাহী ডাম্পট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খাগড়াছড়ি হতে সাজেক উদয়পুর সীমান্তবর্তী সড়ক নির্মাণের জন্য ডাম্পট্রাকে ১৪ জন শ্রমিক জামান ইঞ্জিনিয়ার কোম্পানির ব্রিজের কাজে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন মৃত্যু হয়।
আরও পড়ুন: সাজেকে আবারও যান চলাচল শুরু
অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, আহত ও নিহতদের উদ্ধারের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। যেহেতু ঘটনাস্থল সীমান্তবর্তী এলাকায়। সেখানে যেতে অনেক সময় লাগবে।
আরও পড়ুন: সাজেকের পথে পাহাড় ধস, আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আকতার গণমাধ্যমকে জানান, সীমান্তবর্তী উদয়পুরে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে।
জেবি/এসবি