হঠাৎ কমলা রঙে রঙিন গ্রিসের আকাশ, লিবিয়ার লাল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪


হঠাৎ কমলা রঙে রঙিন গ্রিসের আকাশ, লিবিয়ার লাল
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই গ্রিসে রাজধানী এথেন্সের আকাশ কমলা রঙে রঙিন হয়েছে। একই সময়ে লিনিয়ার আকাশও  হয়ে উঠেছে রক্তিম বর্ণ। 


মঙ্গলবার (২৩ এপ্রিল) ঠিক এমনই দৃশ্য দেখা গেছে দুই দেশে। মূলত, ভূমধ্যসাগর পেরিয়ে আসা সাহারা মরুভূমির ধূলোয় ঢাকা পড়ে এই অবস্থা হয়েছিল গ্রিসের।


স্কাই নিউজের খবর বলা হয় , শক্তিশালী দক্ষিণী বাতাস উত্তর আফ্রিকা থেকে ধূলোর মেঘ বয়ে ইউরোপে নিয়ে যায়। এর ফলে গত মঙ্গলবার গ্রিসের রাজধানীসহ বিভিন্ন এলাকার আকাশ কমলা বর্ণ ধারণ করে।


আরও পড়ুন: ভারতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৩


স্থানীয় একজন আবহাওয়া গবেষক বলেছেন, “এটি ২০১৮ সালের পর এ অঞ্চলে হওয়া সবচেয়ে ভয়াবহ ধূলিঝড়।”


দ্য লিবিয়া অবজারভারের তথ্যঅনুসারে, মঙ্গলবার ধূলিঝড়ের সঙ্গে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছিল।


আরও পড়ুন: লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি


স্যাটেলাইটে লিবিয়ার উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ ধূলোর মেঘে ঢাকা থাকতে দেখা গেছে, যা দক্ষিণ দিকে মরুভূমি এবং উত্তরে ভূমধ্যসাগরের ওপর প্রসারিত হয়েছে।


গ্রিস ও লিবিয়ায় এই ধূলিঝড় এবং লাল-কমলা আকাশের দৃশ্য সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করেছেন অনেকে। এমন পরিস্থিতিতে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ।


সূত্র: স্কাই নিউজ, আকুওয়েদার


জেবি/এসবি