আশুলিয়ায় বাঁশবাগান থেকে পোশাককর্মীর মরদেহ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকার আশুলিয়ায় একটি বাঁশবাগানের ভিতর থেকে আনজু খাতুন নামের এক পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহে উদ্ধার করেছে পুলিশ। তার মুখমণ্ডল ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার গহীন বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আনজু খাতুন নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর হিসাবে কাজ করতেন। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া ইনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সৎ বাবাসহ গ্রেপ্তার ২
পুলিশ জানায়, ওই এলাকার একটি বাঁশবাগানের ভেতর নারী পোশাক শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। আইডি কার্ডটি কর্মস্থলের আইডি কার্ড ছিল। সেই আইডি কার্ড অনুযায়ী নিহতের নাম আনজু খাতুন। তিনি হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা করছে। কর্মস্থল থেকে ফেরার পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে। এব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
এমএল/