প্রচণ্ড গরমে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪


প্রচণ্ড গরমে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপেজেলায় তীব্র গরমে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।


সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি


হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, নাদিয়া নামে বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি শিক্ষকদের জানায়। পরে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিক্ষার্থী একটু সুস্থ হলে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।


আরও পড়ুন: তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস


হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “ভ্যাপসা গরমে হিজাব পড়া ঐ শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পরে যায়। পরে তাকে মাথায় পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।”


জেবি/এসবি