ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী ইমরান খান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ভারতের তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন ইমরান খান। তাও আবার বিদেশনীতি নিয়ে। চরম শক্রতার আবহেও মোদির বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

 ইমরান খান বলেন, ‘ভারতের বিদেশনীতি প্রশংসনীয়, মানুষের স্বার্থ রক্ষা করে। এই মুহুর্তে  নিজের দেশে প্রবল চাপে ইমরান। তাঁর মাথার উপর ঘুরছে গদি হারানোর খড়গ।’ 

এসবের মধ‍্যেই রবিবার খাইবার পাক তুনখোয়ার এক জনসভায় ইমরান খান বলেন, ‘আমি প্রতিবেশী দেশের প্রশংসা  করতে চাই, কারণ ওদের বিদেশনীতি সবসময় সতন্ত্র। আজ আমেরিকার সঙ্গে ওদের সম্পর্ক ভাল। কোয়াডের ও সদস‍্য ওরা। ওরা নিজেদের নিরপেক্ষ বলে। নিষেধাজ্ঞা  সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। কারণ ওদের বিদেশনীতি মানুষের স্বার্থে।’ 

তিনি আরো বলেন, ভারতের মতো তিনিও পাকিস্তানের মানুষের কথা ভেবেই বিদেশনীতি তৈরি করেছেন। কারও মাথা নোয়ননি। ইমরান খান বা পাকিস্তানের কোনও রাষ্ট্রপ্রধান এভাবে খোলাখুলি ভারতের প্রশংসা করাটা একেবারে বিরল।’ 

তবে ইমরান একা নন, ইউক্রন ইস‍্যুতে ভারত সরকারের অবস্থানের অনেকেই  প্রশংসা করছে। যুদ্ধের আবহে কোনও পক্ষকেই ষেভাবে চটিয়ে সুচারুভাবে নিজেদের স্বার্থ বুঝে নিতে সক্ষম হয়েছে মোদি সরকার। সেই সাফল্যের প্রশংসা আসছে শক্র দেশ থেকেও।

এসএ/