তেষট্টি বছরেও আমার মতো সুন্দর থাকবেন: মমতাজ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ৫ই মে ২০২৪


তেষট্টি বছরেও আমার মতো সুন্দর থাকবেন: মমতাজ
মমতাজ বেগম | ছবি: সংগৃহীত

ফোক সম্রাজ্ঞী মমতাজের জন্মদিন রবিবার (০৫ মে)। তবে বিশেষ এদিনে দেশে নেই শিল্পী মমতাজ বেগম। তিনি অবস্থান করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। মূলত গানের জন্যই সেখানে যাওয়া তার।


গেল ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফোক গানের এই তারকা শিল্পী। বর্তমানে দেশটিতে আয়োজিত বিভিন্ন স্টেজ শোতে অংশ নিচ্ছেন মমতাজ। দেশে ফিরবেন চলতি মাসের শেষ দিকে।


মমতাজ জানান, জন্মদিনে ঘরোয়া আয়োজনেই কেক কাটেন তিনি। এসময় তার সাথে ছিল বরেণ্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, নীলিমা শশীসহ অনেকেই।


আরও পড়ুন: শাকিবের বিয়ে প্রসঙ্গে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য


শিল্পীর কথায়, জন্মদিনটা এত বেশি পুরোনো হয়ে গেছে সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো ভুলেই যেতাম। ধন্যবাদ সবাইকে, যারা এদিনটি মনে রেখে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।


সেই সাথে এও বলেন, মন সুন্দর রাখলে ৬৩ বছর বয়সে এসেও আমার মতো সুন্দর ও সুস্থ থাকবেন।


মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন শিল্পী মমতাজ বেগম। তার পিতা মধু বয়াতিও গান করতেন। বাবার কাছেই মমতাজের গানের হাতেখড়ি হয়। পরে শিল্পী মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আবদুর রশীদ সরকারের কাছে গানের তালিম নেন বরেণ্য এই ফোক শিল্পী।


সুদীর্ঘ এই সংগীত ক্যারিয়ারে ৭০০ শতাধিক গানের রেকর্ড করেছেন মমতাজ। তিনবার জাতীয় সংসদের সদস্যও ছিলেন তিনি।


এমএল/