চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গুয়ানঝি প্রদেশে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়।
তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে বা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

সোমবার (২১ মার্চ) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ১৩৩ জন যাত্রী নিয়ে বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে। এখন উদ্ধার অভিযান চলছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি গুয়াংঝু অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যেই ওই এলাকায় উদ্ধারকারীদের একটি দল পাঠানো হয়েছে। তবে বিমানের কোনও যাত্রী বেঁচে আছেন কি না তা এখনই বলা সম্ভব নয়।

ওআ/