স্ত্রীকে ভিডিও কলে রেখে চুয়াডাঙ্গায় আনসার সদস্যের আত্মহত্যা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৬ই মে ২০২৪


স্ত্রীকে ভিডিও কলে রেখে চুয়াডাঙ্গায় আনসার সদস্যের আত্মহত্যা
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গায় আরিফুল ইসলাম (৩২) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (৫ মে) রাত ১২ টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় তার ভাড়া বাসার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ডিঙ্গেদহ ১৪ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে সিপাহি পদে কর্মরত ছিলেন। স্ত্রীর সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানেে মোটরসাইকেলসহ রূপার গহনা উদ্ধার


নিহত আরিফুল ইসলাম দিনাজপুর জেলার সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।


শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন জানান, আরিফুল ইসলাম তার পরিবার নিয়ে ওই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েকদিন আগে তার স্ত্রীর রাগ করে বাবার বাড়ি চলে গিয়ে আর আসেনি। তিনি স্ত্রীর কাছে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন


চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


জেবি/এসবি