কুষ্টিয়ায় ২ শিক্ষকের বদলির আদেশ বাতিল চেয়ে মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ৬ই মে ২০২৪


কুষ্টিয়ায় ২ শিক্ষকের বদলির আদেশ বাতিল চেয়ে মানববন্ধন
ছবি: জনবাণী

কুষ্টিয়ায় দুই শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।


সোমবার ( ৬ ) সাড়ে ১০টার দিকে উক্ত কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


দুই শিক্ষক হলেন- কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের মো. আব্দুল বারী সহযোগী অধ্যাপক (ইনসিটু) ও মো: তরিকুল ইসলাম সহকারী অধ্যাপক (ইনসিটু)  হিসেবে কর্মরত রয়েছেন।


সহযোগী অধ্যাপক মো. আব্দুল বারী  খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা ও সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম দর্শনা সরকারি কলেজ, চুয়াডাঙ্গাতে বদলির আদেশ পান। 


আরও পড়ুন: কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের ধাক্কায় এসআই নিহত


মানববন্ধনে অংশগ্রহণকারী কুষ্টিয়া সরকারি কলেজের  রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়াছির আরাফাত বলেন,  “মো. আব্দুল বারী স্যার  ও তরিকুল ইসলাম স্যার শুধু পড়ালেখাই না, তিনি প্রতিটি শিক্ষার্থীর সার্বিক খোঁজ রাখতেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকতেন। এমন শিক্ষককে তারা হারাতে চান না।”


অন্য আর একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী বাঁধন বলেন, “আমাদের রসায়ন বিভাগের মো. আব্দুল বারী স্যার  ও তরিকুল ইসলাম স্যার কে  বদলি আদেশ বাতিল করে পুনরায় পদায়নের দাবি জানায় আমরা কুষ্টিয়া সরকারি কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।”


আরও পড়ুন: কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


এছাড়াও একাদশ, দ্বাদশ ও অর্নাস শাখার সকল বর্ষের শিক্ষার্থীরা মানব বন্ধনে অংশগ্রহণ করেন।


এ বিষয়ে মো. আব্দু বারী ও তরিকুল ইসলাম বলেন,  “সরকারি চাকরি করলে বদলি বিষয়টি মেনে নিতে হয়।” তিনি জানান, তবে দীর্ঘদিন এক জায়গায় থাকায় ওই স্থানের মানুষের সাথে একটি বন্ধনের সৃষ্টি হয়েছে। যা কোনোদিনই তাদের  পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। তিনি তার বদলিজনিত বিদায় সকলকে মেনে নেওয়ার অনুরোধ করেন।


জেবি/এসবি