কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪


কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা সহ মো. আশাদুল ইসলাম (৩৭) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 


রবিবার ২৯ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়৷গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আশাদুল দৌলতপুর বাগোয়ান এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪৪ ডিগ্রী তাপমাত্রা ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন 


র‍্যাব সুত্রে জানা যায়, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মো. মারুফ হোসেন বিপিএম পিপিএম, এর দিক নির্দেশনায়  সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজা (যাহার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-টাকা) সহ আসামী আশাদুলকে গ্রেফতার করে।  


র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছে।


এমএল/