Logo

চুয়াডাঙ্গায় ৪৪ ডিগ্রী তাপমাত্রা ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন

profile picture
জনবাণী ডেস্ক
১ মে, ২০২৪, ২৪:৫৭
92Shares
চুয়াডাঙ্গায় ৪৪ ডিগ্রী তাপমাত্রা ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন
ছবি: সংগৃহীত

সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গায় (৩০ এপ্রিল) দুপুর তিনটায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যেও সর্বোচ্চ। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ১২ শতাংশ। এর আগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই অতি তীব্র তাপপ্রবাহে জেলায় জনজীবন বিপর্যস্থ হয়ে উঠেছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে তৃষ্ণার্ত পথচারীদকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহরের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করতে দেখা গেছে। 

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ রকম আবহাওয়া পরিস্থিতি আরও দুএকদিন থাকতে পারে। তারপর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD