চুয়াডাঙ্গায় ৪৪ ডিগ্রী তাপমাত্রা ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গায় (৩০ এপ্রিল) দুপুর তিনটায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যেও সর্বোচ্চ। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ১২ শতাংশ। এর আগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদফতর
এই অতি তীব্র তাপপ্রবাহে জেলায় জনজীবন বিপর্যস্থ হয়ে উঠেছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে তৃষ্ণার্ত পথচারীদকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহরের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করতে দেখা গেছে।
আরও পড়ুন: বৃষ্টি ও গরম নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ রকম আবহাওয়া পরিস্থিতি আরও দুএকদিন থাকতে পারে। তারপর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভেড়ামারায় কমান্ডো স্টাইলে গুলিবর্ষণ, গ্রামবাসীর প্রতিবাদ

নড়াইলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্ত্রী সহ ডাকাত দলের সর্দার গ্রেফতার

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

অবশেষে সেই দূর্নীতিবাজ অধ্যক্ষ সাত্তার বরখাস্ত
