Logo

মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন রেকর্ড

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৪, ০৩:৫৮
98Shares
মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

এ সময় সেলফি নেওয়ার জন্য সাকিবের দিকে এক ভক্ত এগিয়ে আসে

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ডিপিএলে দারুন ছন্দে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন এই ক্রিকেটার। তবে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামার আগে এক বিতর্কে জড়িয়েছেন তিনি।

ম্যাচের আগে প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন এবং শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব আল হাসান। এ সময় সেলফি নেওয়ার জন্য সাকিবের দিকে এক ভক্ত এগিয়ে আসে। তবে সাকিব বুঝতে পেরে ইশারায় না বললেও তাদের আলোচনার মধ্যেই সেলফি নিতে চলে আসেন সেই ভক্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি দেশসেরা এই ক্রিকেটার। এ সময় অনেকটা মেজাজ হারিয়ে ভক্তের দিকে তেড়ে যান তিনি। ঘাড় ধরে সরিয়ে দেন সেই ভক্তকে, যা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন ধরনের সমালোচনা। তবে এই সমালোচনার মধ্যেও নতুন কীর্তি গড়েছেন সাকিব আল হাসান।

আব্দুর রাজ্জাক ও মাশরাফী বিন মোর্ত্তজার পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

সোমবার (৬ মে) আগে ফিল্ডিং করতে নেমে ১০ ওভার বল করে ৪২ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব। যার ফলে এমন কীর্তি গড়েন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বিজ্ঞাপন

সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া সাবেক অধিনায়ক মাশরাফীর লেগেছিল ২৮৭ ম্যাচ। ম্যাচের হিসেবে সময়টা একটু বেশি লেগেছে সাকিবের ক্ষেত্রে। ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে এই টাইগার অলরাউন্ডার খেলেছেন ৩০৮ ম্যাচ।

বিজ্ঞাপন

এদিকে, সাকিবের ৪০০ উইকেটের মাইলফলকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রানে থেমেছে প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে ৭১ রানেই গুটিয়ে যায় শেখ জামালের ব্যাটিং লাইন আপ। এদিন প্রাইম ব্যাংকের হয়ে একাই আট উইকেট শিকার করেন পেসার রেজাউর রহমান রাজা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD