আমার মনে হয় সাকিব দুষ্টামি করেছে আপনাদের সাথে: পাপন


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৬ই মে ২০২৪


আমার মনে হয় সাকিব দুষ্টামি করেছে আপনাদের সাথে: পাপন
ফাইল ছবি

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছিলেন ডিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে হলে ভালো হতো। কেননা সামনের জুনে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের, আর এই কারণেই টাইগার অলরাউন্ডার নিজের মতামত জানিয়ে রাখেন। সাকিবের এমন মন্তব্য নিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন সোমবার (৬ মে) মুখ খুললেন সংবাদমাধ্যমে।


মিরপুরে সংবাদকর্মীদের বলছিলেন, 'এবারেরটায় সম্ভব ছিল বলে আমার জানা নেই। কারণ এটা হলো লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট তো আমি ৫০ ওভারের বাইরে করতে পারব না। তবে যেটা করা যেত- লিস্ট ‘এ’ টুর্নামেন্টই এবার বাদ দিয়ে দিতে পারতাম। এটা একটা অপশন ছিল আমাদের। কিন্তু এরকম বিষয় কখনও মাথায়ও আসেনি।'


আরও পড়ুন: মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন রেকর্ড


পাপন বলেন, 'জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ খেলছি এটাও তো টি-টোয়েন্টি ফরম্যাটে। তার আগে আমরা বিপিএল খেলেছি, বেশ জমজমাট বিপিএল, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজ খেললাম। তারপরও প্রস্তুতি লাগবে? এমনি বলেছে বলে আমার ধারণা।'


তিনি বলেন, জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন টি-টোয়েন্টি রেখে ডিপিএল খেলেছেন সাকিব আল হাসান। এরপর বিসিবি বস জানালেন হয়তো দুষ্টুমি করেছে সাকিব, 'যদি তা-ই হত... ও তো টি-টোয়েন্টিও খেলতে পারে (জাতীয় দলের হয়ে) ওয়ানডেও খেলতে পারে (ডিপিএল), ও তো ওয়ানডে ফরম্যাটকেই বেছে নিয়েছে বিশ্বকাপের আগে। আমার মনে হয় ও দুষ্টামি করেছে আপনাদের সাথে।'


আরও পড়ুন: এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব


পাপন আরও বলেন, 'আমি কি হঠাৎ করে সুপার লিগ টি-টোয়েন্টি ফরম্যাটে করতে পারি? এটা কি ইচ্ছামত করা যায়? এটার তো কোনো ধরনের সুযোগই নেই। আর জিম্বাবুয়ে খেলতে আসবে এটা তো এফটিপিই করা। আপনারা এখন এটা নিয়ে কথা বলছেন, প্রশ্ন করছেন, আমার মনে হয় এটার জন্যই ও এটা বলে গেছে।'


এমএল/