আসছে তুফানি ঝড়, দরজা-জানালা বন্ধ করে ঘরে থাকার নির্দেশ!


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ৭ই মে ২০২৪


আসছে তুফানি ঝড়, দরজা-জানালা বন্ধ করে ঘরে থাকার নির্দেশ!
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান কথাটি নির্দ্বিধায় বলা যায়। বাংলা চলচ্চিত্র টিকিয়ে রাখতে শাকিব খানের বিকল্প নেই। গত ইদে তার সিনেমা দর্শককে হলমুখী করেছে , ভেঙে দিয়েছে বিগত সকল সিনেমার রেকর্ড এমনটাই দাবি ছিল ‘প্রিয়তমা’সিনেমার পরিচালক হিমেল আশরাফের। তাই সকল পরিচালকদের পছন্দের শীর্ষে থাকেন শাকিব খান। গেল ইদে মুক্তি পেয়েছিল ‘রাজকুমার’ সেটিও বক্স অফিসে ঝড় তুলেছে।


সেই ঝড় না থামতেই নতুন ঝড় ‘তুফান’ নিয়ে হাজির পরিচালক রায়হান রাফী। দিন ঘনিয়ে আসছে সিনেমাটি মুক্তির। তাইতো একে একে নতুন নতুন খুশির খবর নিয়ে নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা।


আরও পড়ুন: যে কারণে সিনেপ্লেক্স থেকে নেমে গেল ‘ডেডবডি’


গত বছরের শেষ দিকে ঘোষণা দেয়া হয় বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘তুফান’-এর। সুপারস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা সামনের ঈদে মুক্তির প্রস্তুতি চলছে। কয়েক সপ্তাহ আগে জানানো হয় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।


সিনেমাটি নিয়ে রায়হান রাফী সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) লিখেছেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ!


তিনি আরও লিখেছেন, ‘আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়’


বিশেষ পরামর্শ দিয়ে তিনি আরও লিখেছেন, ‘এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না!’


নির্মাতার পোস্ট করা পোস্টার দেখে বোঝা গেল ‘তুফান’-এর টিজার প্রকাশিত হবে খুব শিগগির কিন্তু এর দিনক্ষণ কবে নাগাদ তা তিনি খোলাসা করেননি।


আরও পড়ুন: ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা সওদাগর


চমক দিতে তুফান সিনেমায় যোগ দিয়েছেন চঞ্চল চৌধুরী। এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেছিলেন, ‘তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সাথে শাকিব-এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সাথে এক সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।’

 

এ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো বড় বড় তারকারা।

 

জেবি/আজুবা