Logo

ডিভোর্স ভুলে এক হচ্ছেন সায়রা-রহমান-, যা বলছেন আইনজীবী

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৪, ০৪:৩৪
114Shares
ডিভোর্স ভুলে এক হচ্ছেন সায়রা-রহমান-, যা বলছেন আইনজীবী
ছবি: সংগৃহীত

২৯ বছরের বিবাহিত জীবনের পর অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু বিচ্ছেদ ঘোষণা করে ভক্তদের হতবাক করে দিয়েছিলেন।

বিজ্ঞাপন

২৯ বছরের বিবাহিত জীবনের পর অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু বিচ্ছেদ ঘোষণা করে ভক্তদের হতবাক করে দিয়েছিলেন। 

বিজ্ঞাপন

এর পরপরই সহশিল্পী গিটার বাদক মোহিনী দেও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। নেটিজেনরা এই দুই ঘটনাকে একসঙ্গে টেনে রটিয়ে দেয়, রহমান ও মোহিনীর পরকীয়া কাণ্ড!

বিজ্ঞাপন

এই গুঞ্জন নিয়ে রহমান কোনও মন্তব্য করেনি তবে এ বিষয়ে মন্তব্য করেছেন সায়রার বানুর আইনজীবী বন্দনা শাহ। তাহলে কি এক হতে চলেছেন এই দম্পতি! ডিভোর্স আইনজীবী হিসেবে বেশ খ্যাতনামা বন্দনা। তিনিই বিবাহ বিচ্ছেদের এই মামলাটি দেখছেন। 

 তিনি সম্প্রতি ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে এ আর রহমানের ডিভোর্স নিয়ে মুখ খোলছেন। বন্দনা বলেন, ‘আমি তো কখনও বলিনি ওদের ভাঙা বিয়ে জোড়া লাগবে না। আমি নিজে ভীষণ ইতিবাচক একজন মানুষ। আর সবসময়ে ভালোবাসা, রোমান্স নিয়ে কথা বলি।’

বিজ্ঞাপন

বন্দনার কথায়, ‘সায়রা-রহমানের যৌথ বিবৃতিতেই তো সব কিছু পরিষ্কার। যেখানে ওদের কষ্ট ও বিচ্ছেদের কথাগুলো বলা হয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য ওদের, তাই অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ওরা। কিন্তু আমি তো এর মাঝে কখনও বলিনি যে এ আর রহমান এবং সায়রাবানুর পুনর্মিলন সম্ভব নয়।’

বিজ্ঞাপন

সন্তানদের দায়িত্ব কে নেবেন? সেই বিষয়েও নানা জল্পনা শোনা যাচ্ছে। এসব কৌতূহলের মাঝেই আইনজীবী জানালেন, ‘সায়রা বানু এবং এ আর রহমান কেউ এখনও সেটা ঠিক করেননি। সন্তানরা প্রাপ্তবয়স্ক। তার নিজেরাই সিদ্ধান্ত নেবে মা না বাবার কাছে থাকবে।’ 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৯৫ সালে এ আর রহমান ও সায়রা বানুর ববিাহ হয়েছিল। পারিবারি ভাবে দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। দীর্ঘ ২৯ বছর সংসারে তাদের তিন সন্তান জন্ম হয়েছে তারা হলো খাতিজা, রহিমা ও আমিন,। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।

বিজ্ঞাপন

বিয়ের এত বছর পর তারা হঠাৎ কেন বিচ্ছেদের পথে হাঁটলেন এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। তাতে জানানো হয়, দাম্পত্যের তিরিশ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল এ আর রহমান ও তার স্ত্রীর কিন্তু তা হল না।

 এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD