গণিতে ২০০-তে ২১২ পেল শিক্ষার্থী, বইছে সমালোচনার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৪
মনে করুন ,আপনি একটি বিষয়ে পরীক্ষা দিয়েছেন ১০০ নম্বরের কিন্তু পরীক্ষার ফলাফলের পর দেখলেন উক্ত বিষয়ে নম্বর পেয়েছেন ১১২ তাহলে কেমন হবে? এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে। একজন চতুর্থ শ্রেণির ছাত্র গণিত এবং গুজরাটি পরীক্ষায় গড় নম্বরের চেয়ে বেশি নম্বর পেয়েছেন। তার পরীক্ষার খাতার মোট নম্বরপত্র বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ভিডিও ভাইরালের পর নেটিজেনরা স্কুলশিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করে ব্যপক আলোচনা- সমালোচনা করছেন।
আরও পড়ুন: ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বংশীবেন মনীশভাই ভারতের গুজরাটের ঝালড় তালুকা খরসানা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সেখানে মোটনম্বরে দেখা যায়, সে পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে ২১২ পেয়েছে এবং গুজরাটিতে পেয়েছেন ২১১।
বাড়িতে গিয়ে বংশীবেন তার নম্বরপত্র পরিবারকে দেখালে তারা ভুলটি দেখতে পান। এরপর স্কুল কর্তৃপক্ষ শুরু করে তদন্ত ।
আরও পড়ুন: ভোট দিলেন নরেন্দ্র মোদি
ইন্ডিয়া টুডের তথ্য মতে, ফলাফলের নম্বর যোগ করার সময় এ ভুলটি হয়েছে। নম্বরপত্র সংশোধন করার পর দেখা যায়, বংশীবেন মোট নম্বর ২০০-এর মধ্যে গণিতে ১৯০ এবং গুজরাটিতে পেয়েছে ১৯১। তার প্রাপ্ত গড় নম্বর ৯৩৪। যা পূর্বে ছিল ৯৫৬।
জেবি/আজুবা