সাকিব- মুস্তাফিজের সঙ্গে আর কে থাকছেন?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ৭ই মে ২০২৪
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচ জিততে অনেকটাই বেগ পেতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
জিম্বাবুয়েকে সাধারণত দুর্বল দল হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু সে তুলনায় তাদের বিপক্ষে ভাল পারফরমেন্স করার কথা থাকলেও প্রথম ম্যাচ ছাড়া পরের ২ খেলায় সামগ্রিকভাবে টিম পারফরম্যান্স ভালো হয়নি।
আরও পড়ুন: দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের
টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে ঘরের মাঠে অতি দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এই পারফরম্যান্স। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ঢাকায় মিরপুরের মাটিতে শেষ ২ ম্যাচে দলে কি পরিবর্তন আসবে? সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানকে কি দেখা যাবে শেষ ২ ম্যাচে?
আগামী ১০ ও ১২ মে শেষ দুই টি-টোয়েন্টি। তার জন্য মঙ্গলবার (৭ মে) রাতে আর দল ঘোষণা হবে না। সাকিব আর মোস্তাফিজ দলে থাকবেন কিনা, সেটাও অনিশ্চিত।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, শেষ ২ ম্যাচের দল ঘোষণা বুধবার (৮ মে)।
আরও পড়ুন: হৃদয়ের অভিষেক ফিফটিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের
সাকিব ও মোস্তাফিজ কি থাকবেন? সে প্রশ্নের জবাবে সরাসরি উত্তর মেলেনি লিপুর কাছে। শুধু বলেছেন, ‘খেলার তো কথা।’
টানা তিন ম্যাচে ব্যর্থ ওপেনার লিটন দাস। তার বিকল্প হিসেবে আর কোন ওপেনারকে দেখা যাবে কিনা, সৌম্য সরকার কি ঢাকার শেষ ২ ম্যাচের দলে ঢুকবেন, নাকি তানজিদ হাসান তামিম, লিটন দাস আর পারভেজ হোসেন ইমনই থাকবেন? সেটাই দেখার বিষয়।
জেবি/আজুবা