Logo

কার বিরুদ্ধে থানায় জিডি করলেন বুবলী?

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৪, ২৪:২৪
182Shares
কার বিরুদ্ধে থানায় জিডি  করলেন বুবলী?
ছবি: সংগৃহীত

তবে প্রথম থেকেই পুরো বিষয়টি তিনি গোপন রেখেছেন।

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরে ঢাকাই চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শাকিব-অপু-বুবলী ঘটনা। একশ্রেণির মানুষের রুচিহীন, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারে  হয়ে অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

বুধবার (৮ মে) ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা সংবাদমাধ্যমকে বুবলীর জিডির তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত করছে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট ।

বিজ্ঞাপন

এর আগে, বুবলী গত ২৪ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রাজধানীর ভাটারা থানায়। তবে প্রথম থেকেই পুরো বিষয়টি তিনি গোপন রেখেছেন।

বিজ্ঞাপন

সাধারণ ডায়েরিতে বুবলী বলেছেন, বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন এই চিত্রনায়িকা। দেশের ৪টি গণমাধ্যমের নামও আছে তার অভিযোগের তালিকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, বর্তমানে বুবলী ‘জংলি’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তার বিপরীতে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD