হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১১ পিএম, ৯ই মে ২০২৪


হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়  সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।


নিহত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক আব্দুল কাদির (২৫), সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া। এদের মধ্যে লিলু মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।


আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দূর্ঘটনা, পটুয়াখালীতে চলছে শোকের মাতম


পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে,  উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়া ও অটোরিকশাচালক আব্দুল কাদিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একই বিষয় নিয়ে বৃহস্পতিবার তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয়।


কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর মারা যান লিলু মিয়া।


আরও পড়ুন: হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ


বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


জেবি/এসবি