হবিগঞ্জে সড়ক দূর্ঘটনা, পটুয়াখালীতে চলছে শোকের মাতম


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ৩রা মে ২০২৪


হবিগঞ্জে সড়ক দূর্ঘটনা, পটুয়াখালীতে চলছে শোকের মাতম
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সিলেটের মাজার জিয়ারত শেষে সড়ক দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ সদস্যের জানাযায় হাজারো মানুষের ঢল, বাড়িতে চলছে শোকের মাতম। 


শুক্রবার (৩ মে) ভোর ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃধা বাড়িতে ফ্রিজিং লাশবাহী এ্যাম্বুলেন্স যোগে ৪ টি মরদেহ বাড়িতে পৌছলে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। সকাল ১০ টায় হাজারো মানুষের অংশগ্রহনে নিহতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপরে দাফন সম্পন্ন হয়।


আরও পড়ুন: ত্রান প্রতিমন্ত্রীর পক্ষে পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ


উল্লেখ্য, বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাত আড়াইটায় সিলেট হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ি ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরের শাহপুর হরিতলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য ড্রাইভারসহ ৫জন নিহত হয়। 


নিহতরা হলেন একই পরিবারের মৃত. মৌজে আলী মৃধ্যার ছেলে জামাল, জামালের স্ত্রী কামরুন্নহার ও ছেলে মো. অনন্ত এবং জামালের ছোট ভাই এনামুল খোকন।


এমএল/