Logo

বড় চমক দিয়ে কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৪, ০৯:২০
319Shares
বড় চমক দিয়ে কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচে দুর্দান্ত খেলেছেন এই ফুটবলার

বিজ্ঞাপন

বড় চমক রেখেই আসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুলবল ফেডারেশন। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ছাড়াই মহাদেশীয় লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল। তবে শুধুমাত্র ক্যাসেমিরো নয়, এই স্কোয়াডে রিচার্লিসন, গ্যাব্রুয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকাদেরও জায়গা হয়নি।

তবে দীর্ঘদিন পর চোট থেকে সেরে উঠা ফুটবলার অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল।

বিজ্ঞাপন

এদিকে প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা এবং ফরোয়ার্ড ইভানিলসন।

বিজ্ঞাপন

অন্যদিকে এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের সেরা তারকা নেইমার খেলতে পারবেন না, এটা একপ্রকার আগেই জানা গিয়েছিল।

বিজ্ঞাপন

প্রত্যাশিত খেলোয়ারদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র, মিলিতাও, এডারসন, রদ্রিগো, রাফিনহারা ঠিকই স্কোয়াডে জায়গা পেয়েছেন। তরুণ সেনসেশন এন্ড্রিকও দলে জায়গা করে নিয়েছেন। প্রীতি ম্যাচে দুর্দান্ত খেলেছেন এই ফুটবলার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোপা মিশনের পর্দা উঠবে। এর আগে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

ব্রাজিল স্কোয়াড: 

বিজ্ঞাপন

গোলরক্ষক- অ্যালিসন বেকার, বেনতো এবং এডারসন

ডিফেন্ডার– দানিলো, ইয়ান কতু, বেরাল্ডো, ওয়েনডেল, এদার মিলিতাও, গুইলহারমে আরানা, গ্যাব্রিয়েল মাগাহেস, মারকুইনহোস।

বিজ্ঞাপন

মিডফিল্ডার– ব্রুনো গুইমারেস, আন্দ্রেস পেরেরা, হোয়াও গোমেস, ডগলাস লুইজ, লুকাস পাকুয়েতা।

বিজ্ঞাপন

ফরোয়ার্ড- এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনালি, এভানিলসন, রদ্রিগো, সাভিনহো, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD