ইউরোপের চার দেশের প্রধানের সঙ্গে বাইডেনের আলাপ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক মাস হতে চলল। এই এক মাসে সংঘাত কমেনি বরং বেড়েছে। এই পরিস্থিতিতেই সোমবার ইউরোপের চার গুরুত্বপূর্ণ দেশের সরকারের প্রধানদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনের টেলিফোনে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির।
গুরুত্বপূর্ণ এই ইউরোপীয় চার নেতার সঙ্গে কথা বলার উদ্যোগ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই নেওয়া হয়েছে বলে জানা গেছে। টেলিফোন আলাপের পর একটি বিবৃতিতে হোয়াইট হাউস ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘নৃশংস’ হিসেবে উল্লেখ করেছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই দেশগুলো সম্মিলিতভাবে ইউক্রেন ইস্যুতে কী কী পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।
ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ রাশিয়া যে নৃশংস নীতি গ্রহণ করেছে তা নিয়ে বাইডেনের সঙ্গে ইউরোপের নেতাদের আলোচনা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা ইস্যুতে সহযোগিতাসহ ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টির ওপর জোর দিয়েছেন নেতারা।
এদিকে বাইডেন আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন। এর আগের দিন ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। ইউক্রেনের যুদ্ধে মানবিক সহায়তা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
এসএ/