কুড়িগ্রামে বাংলার বৈশাখ-বাংলার নাচ প্রতিযোগিতার পুরস্কার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

কুড়িগ্রাম শেখ রাসেল পৌর মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বাংলার বৈশাখ-বাংলা নাচ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার ( ১১ মে) বিকেল ৩ টায়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল হক খন্দকার বলেন, প্রান্তিক জেলা কুড়িগ্রামে এত বড় আয়োজন করায় বাংলাদেশ শিশু একাডেমিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কুড়িগ্রামের শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে আরও বেশি নজর দেয়ার আহবান জানাচ্ছি।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, “বাংলাদেশ শিশু একাডেমি দার্শনিকভাবে কেন্দ্র আর প্রান্তের কোন ব্যবধান স্বীকার করে না। সকল প্রান্তের সকল জনপদ একই বৃন্তের ফুল। আর সেই ফুলের সৌরভ ছড়িয়ে দেয় আমাদের শিশু-কিশোররা। আজ তাদের উপস্থিতি কুড়িগ্রাম শহরকে করেছে মুখরিত। শিশু-কিশোরদের কলরবে এই শহরে জেগেছে আজ আনন্দের ঢেউ।”
আরও পড়ুন: শিশু একাডেমিতে কবিগুরুর ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। তিনি এই আয়োজনে চূড়ান্ত পর্যায়ের জন্য কুড়িগ্রামকে বাছাই করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
আজকের পুরস্কার প্রধান অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য লেখক আনোয়ারা সৈয়দ হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রওশন আরা বেগম, কুড়িগ্রামের কৃতি সন্তান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আব্রাহাম লিংকন, দেশ বরেণ্য নৃত্যশিল্পী শিবলী মোহাম্মাদ ও শামীম আরা নিপা।
এবারের প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগের পলাশপুর বিদ্যানিকেতন।
বাংলার বৈশাখ-বাংলার নাচ প্রতিযোগিতায় এবারে প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ময়মনসিংহ বিভাগের ১০৯ নং শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩য় স্থান অধিকার করেছে বরিশাল বিভাগের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ
বাংলার বৈশাখ-বাংলার নাচ প্রতিযোগিতায় এবারে মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সিলেট বিভাগের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৩য় স্থান অধিকার করেছে বরিশাল বিভাগের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ।
বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারী শিশু শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।
জেবি/এসবি