জোড়া সিনেমা নিয়ে ফিরলেন আফরান নিশো

সনপ্রতি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিও সেরেছেন নিশো।
বিজ্ঞাপন
দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গেল বছর ঈদুল আজহায় তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। এরপর আর কোনো নতুন ছবিতে দেখা যায়নি তাকে। অনেকের প্রশ্ন ছিল, তবে কী নিজেকে গুটিয়ে নিলেন নিশো? এবার পাওয়া গেল তার উত্তর। একটি নয়, দুটি ছবিতে নিয়ে বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা।
সনপ্রতি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিও সেরেছেন নিশো।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে তিনি সংবাদমাধ্যম বলেন, “মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়। এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহও সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি। আমি আনন্দিত।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে চুক্তি সম্পন্ন হলেও নিশোর এই দুই ছবির নাম, বাকি অভিনয়শিল্পী, পরিচালনায় কে থাকছেন তা প্রাকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, শুটিং ও মুক্তির তারিখসহ বিস্তারিত শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
জেবি/এসবি