Logo

টেকনাফ সীমান্তের এপারে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ০৩:১৬
77Shares
টেকনাফ সীমান্তের এপারে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ
ছবি: সংগৃহীত

এতে সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে

বিজ্ঞাপন

কয়েকদিন বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরে সুধাপাড়াসহ কয়েকটি এলাকায় বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সাথে সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের জেরে ব্যাপক ভারী গোলাবর্ষণের বিকট শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত, এতে সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (১৩ মে) রাত থেকে মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যং পাড়া থেকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসতে শুনেছেন। এখনো মাঝে মধ্যে বিস্ফোরণে শব্দ শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) দুপুরে টেকনাফের কয়েকজন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সাবরাং ইউনিয়নের আছারবনিয়া, ডেগিল্যারবিল, নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সহ কয়েকটি এলাকা সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমার অভ্যন্তরে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসতে শোনা গেছে। মাঝে মধ্যে ভারী গোলাবর্ষণের বিকট শব্দে কেঁপে উঠছে এপারের সীমান্তের জনবসতি সহ বিভিন্ন স্থাপনা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২ টার দিকে মিয়ানমার থেকে ভেসে আসা পর পর কয়েকটি ভারী গোলাবর্ষণের বিকট শব্দে শাহপরীরদ্বীপ সীমান্ত কেঁপে উঠলে স্থানীয়দের মাঝে আতংক দেখা দেয়। এসময় নাফ নদীর পাড়ে থাকা অনেককে সরে এসে নিরাপদে আশ্রয় নিতে দেখা গেছে। 

বিজ্ঞাপন

স্থানীয় এ ইউপি চেয়ারম্যান জানান, কয়েকদিন বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরে সুধাপাড়াসহ কয়েকটি এলাকায় আরাকান আর্মি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সেখানকার দখল-বেদখলের জেরে সংঘর্ষের কারণে বিস্ফোরণের বিকট এসব শব্দ ভেসে আসছে।

বিজ্ঞাপন

তবে নাফ নদী সীমান্তের অন্তত ৩ কিলোমিটারের বেশী দূরুত্বে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘর্ষে বিবাদমান উভয়পক্ষের ছোড়া কোন গোলাবারুদ এপারে আসেনি বলে জানান নুর হোসেন।

বিজ্ঞাপন

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, সোমবার রাত থেকে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, কুলালপাড়া, নাজিরপাড়া, পল্লানপাড়া, কাঁয়ুকখালী পাড়া ও অলিয়াবাদসহ কয়েকটি এলাকায় থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিস্ফোরণের বিকট শব্দে সীমান্তে বসবাসকারি বাসিন্দাদের বসত ঘরে কেঁপে উঠে। আতংকে রাত কাটিয়েছেন তারা। এখনো বিস্ফোরণের শব্দ ভেসে আসা অব্যাহত থাকায় স্থানীয়রা আতংকে রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটানিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, রাখাইন রাজ্যে চলমান সংঘাত মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়। অনুপ্রবেশসহ সীমান্তে উদ্ভুদ যে কোন ধরণের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

টেকনাফের ইউএনও আদনান চৌধুরী বলেন, সীমান্তে উদ্ভুদ পরিস্থিতি সম্পর্কে বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা সজাগ রয়েছে। তবে যে কোন পরিস্থিতিতে যেন কোনভাবে অনুপ্রবেশের ঘটনা না এ ব্যাপারে সীমান্ত সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD