খাগড়াছড়িতে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলোচনা সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৩ পিএম, ১২ই মে ২০২৪


খাগড়াছড়িতে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলোচনা সভা
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার।


রবিবার (১২ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধে উপজেলা ভাইস চেয়ারমান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল সীতাকুণ্ডের রাব্বি


অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মেমং মারমা বলেন,  মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন নেই। মায়ের জন্য ভালোবাসা চিরন্তন, অনাবিল। সবারই মায়ের পাশে থাকতেই মন উচাটন। এছাড়াও মা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।


এমএল/