ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪


ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া-২( ভেড়ামারা -মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন । 


বুধবার (১৫ মে) বিকেল ৪ টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডুর সভাপতিত্বে পাটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


আরও পড়ুন: ভেড়ামারায় পুড়ল ৫০ বিঘা পানের বরজ


প্রধান অতিথি সংসদ সদস্য কামারুল আরেফিনের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  আক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি  আবু হেনা মোস্তফা কামাল মুকুল, মাহমুদা সুলতানা উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ স্থানীয় মেম্বার, ক্ষতিগ্রস্ত কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । 


আরও পড়ুন: ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান


উল্লেখ্য গত ২০ এপ্রিল ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের  পাটুয়াকান্দির খুশিরপাড়া নামক স্থানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায়  ৪০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ জন কৃষকের প্রায় সাড়ে তিন হাজার পিলি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ৩ ঘন্টার প্রচেষ্টায় এলাকাবাসীসহ   ফায়ার  সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


জেবি/এসবি