দার্জিলিং যাওয়ার পথে মৃত্যু বাংলাদেশি পর্যটকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

ভারতের দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে আজিজুল হক (৬৫ বছর) বয়সী বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজিজুল বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা। তিনি রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কার্শিয়াং হাসপাতালের চিকিৎসকরা।
দার্জিলিং পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল হক নিজে একাই বেড়াতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। বুধবার (১৫মে) সকালে মিতালী এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যান তিনি। দার্জিলিং থেকে ৩৮ কিলোমিটার আগে রোহিনীর কাছে আসতেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কার্শিয়াং পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী
আজিজুল হকের সহযাত্রী মো. ফজলুর রহমান বলেন, সহযাত্রী হিসেবে তাদের ট্রেনেই পরিচয় হয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন আজিজুল। মাঝে পরিবারকে ফোন করে অসুস্থতার কথাও জানিয়েছিলেন তিনি। এরপর তিনি ওই অবস্থাতেই শেয়ার গাড়িতে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেন। রাস্তায় খাওয়া-দাওয়াও করেন। এর কিছুক্ষণ পরেই চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন: শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই দেওয়ার সিদ্ধান্ত
এদিকে বাংলাদেশি পর্যটক মৃত্যুর এ ঘটনায় কার্শিয়াং থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে সেখানকার পুলিশ। পরিবারের সদস্যরা পৌঁছালে মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷এরপর নিয়মনুযায়ী দেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ ৷
জেবি/আজুবা