Logo

ডিএ তায়েবের বিরুদ্ধে এবার মামলা করবেন নিপুণ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৪, ২২:৫৬
105Shares
ডিএ তায়েবের বিরুদ্ধে এবার মামলা করবেন নিপুণ
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা বলেন, তিনি ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লোক না।

বিজ্ঞাপন

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসাবে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসাবে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। নির্বাচনের এই ফলাফল মানতে নারাজ চিত্রনায়িকা নিপুণ আক্তার। ইতোমধ্যে এ ফল স্থগিত চেয়ে রিট করে আদালতের দ্বারস্থ হয়েছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী এই চিত্রনায়িকা। 

বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিট করেন নিপুণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মে) সমিতির কার্যকরী সভা শেষে সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব গণমাধ্যমকে জানান, সদস্য পদ বাতিল হতে পারে নিপুণের। এই নায়কের বক্তব্যের জবাবে চিত্রনায়িকা বলেন, তিনি ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লোক না।

নিপুণ আরও বলেন, তিনি কি অভিনেতা, একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, তার কোনো সিনেমা ব্লকবাস্টার? তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন- তার কাছে আমার প্রশ্ন রইল। আর তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন, আমার মানসিক সমস্যা রয়েছে। সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব।

বিজ্ঞাপন

নিপুণের রিট করা প্রসঙ্গে বর্তমান সভাপতি মিশা সওদাগর হুংকার দিয়ে বলেন, ‘সংবিধানকে যিনি ক্ষতবিক্ষত করেছেন, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কী? এবার শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক কে? এবার এই সংগঠনের ক্যাবিনেটটা কী? পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাবেন।’

বিজ্ঞাপন

এ নিয়ে কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘কেস খেলবা, আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা ভদ্রতা ও নম্রতা চাই। আমরা চাই কীভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা কোনো ঝামেলা চাই না।’

বিজ্ঞাপন

তায়েব জানান, নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে। সংবাদমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।

বিজ্ঞাপন

এই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়িকা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি জানান, বিষয়টি যেহেতু আদালতে উঠেছে, সেখানেই দেখা যাবে এটা নাটকীয় না রিয়েলিটি।

চিঠি দেওয়ার পর সাতদিনের মধ্যে সদুত্তর না পেলে সদস্যপদ বাতিল করা হবে এই নায়িকার- এ প্রসঙ্গে নিপুণ জানান, সদস্যপদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই। রিট যেহেতু করেছি, ওনাদের কোর্টে আসতেই হবে। আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চায়, তাহলে সেটার জন্যও কোর্ট রয়েছে। দেশে তো আইন রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD