কালশীতে রাস্তা অবরোধ করে আগুন দিলো অটোরিকশা চালকরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪


কালশীতে রাস্তা অবরোধ করে আগুন দিলো অটোরিকশা চালকরা
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করে আগুন দিয়েছেন অটোরিকশা চালকরা। ফলে সড়কের উভয় পাশেই সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। 


মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্ল্যা বলেন, হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর-১০ নম্বরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন এবং সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।


আরও পড়ুন: কিরগিজস্তানে কোনো বাংলাদেশি শিক্ষার্থীর হতাহতের খবর মেলেনি 


এ সময় তিনি বলেন, পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে মিরপুর-১০ নম্বর চত্বরে থাকা অটোরিকশা চালকদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়। পরবর্তীতে সেখান থেকে সরে গিয়ে তারা হয়ত কালশীতে রাস্তায় আগুন দিয়েছে। 


দুপুর সোয়া একটার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় তাদের অনেকের হাতে লাঠি দেখা যায়। এমনকি তারা গাড়ি ভাঙচুর করতেও উদ্যত হয়। তারা সড়কের মাঝখানে দড়ি টানিয়ে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে সড়কের ওপর তারা গাড়ি আড়াআড়িভাবে রাখতে বাস চালকদের বাধ্য করেন। এতে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। গন্তব্যে পৌঁছাতে মানুষজনকে পায়ে হেঁটে রওনা দিতে দেখা যায়।


আরও পড়ুন: যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  


বুধবার (১৫ মে) রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এ নির্দেশ দেন তিনি।


সেতুমন্ত্রী বলেন, ঢাকার সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞায় আরোপ নয়, এগুলো চলতে যেন না পারে, তা যথাযথ নিশ্চিত করতে হবে। এছাড়াও ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক সম্পন্ন নিষিদ্ধ করা হয়েছে, তা বাস্তবায়ন করুন। 


এমএল/