মৃত্যুর কোলে ঢলে পড়লেন দুই এভারেস্ট জয়ী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪
মাউন্ট এভারেস্ট জয় করার পর দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই মঙ্গোলিয়ার অধিবাসী ছিলেন। এ দুজন নেপাল অংশ দিয়ে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।
তবে তারা তাদের এ দুঃসাহসিক অভিযানে কোনো ধরনের শেরপার সহায়তা নেননি। এছাড়া সাথে নেননি বাড়তি অক্সিজেনও।
দুই পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি রবিবার (১৯ মে) নিশ্চিত করেছে মঙ্গোলিয়ান ন্যাশনাল ক্লাইম্বিং ফেডারেশন (এমএনসিএফ)।
আরও পড়ুন: মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন: কেজরিওয়াল
নিহত পর্বতারোহীরা হলেন ৫৩ বছর বয়সী তেসেদেনদামবা উসুখজারগেল। অপরজন ৩১ বছর বয়সী লাখাগাবাজাভ পুরুভসুরেন।
শুক্রবার (১৭ মে) উসুখজারগেলের মরদেহটি পাওয়া দক্ষিণ সামিটের ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায়। একই দিন ব্যালকনি এরিয়ার ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায় মেলে পুরুভসুরেনের মরদেহ।
মঙ্গোলিয়ার পর্বতারোহী সংস্থা জানিয়েছে, সোমবার (১৩ মে) এ দুইজন সফলভাবে এভারেস্টের চূড়ায় উঠেন। এসব তথ্য পাওয়া গেছে তাদের মোবাইল ফোনে।
আরও পড়ুন: সৌদিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো
মোবাইল ফোনে পাওয়া একটি মর্মস্পর্শী ভিডিওতে উসুখজারগেলকে বলতে শোনা যায়, ‘মাতৃভূমি ছাড়ার ৫০ দিন পর আমরা অবশেষে পৃথিবীর সবচেয়ে উঁচুতে উঠেছি।’
নেপালি গণমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, এক শেরপা জানিয়েছেন, যখন এ দুই আরোহী নেমে আসছিলেন তখন তাদের অক্সিজেন শেষ হয়ে যায়। ফলে সেখান থেকে নামতে তাদের বেশ কষ্ট হচ্ছিল।
তারা দুজন চলতি মাসের ১২ মে নিখোঁজ হয়ে যান। এর পরের দিন ঠিকই তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে সমর্থ হন। কিন্তু নামার সময় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়। সূত্র: ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস, হিমালয়ান টাইমস
এমএল/