Logo

সৌদিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মে, ২০২৪, ০৮:৫০
72Shares
সৌদিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো
ছবি: সংগৃহীত

সাঁতারের পোশাক পরে এতে অংশ গ্রহণ করেন এসব নারী মডেলরা

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের সবচেয়ে রক্ষণশীল দেশ সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো। সাঁতারের পোশাক পরে এতে অংশ গ্রহণ করেন এসব নারী মডেলরা। 

স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) সৌদির পশ্চিমাঞ্চলের উপকূলের পাশে অবস্থিত সেন্ট রেগিস রেড সি রিসোর্টে হয় এই ফ্যাশন শো।

বিজ্ঞাপন

এই রিসোর্টটি রেড সি গ্লোবালের একটি অংশ ছিল। যা সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এর কথিত গিগা-প্রজেক্টের বিশেষ একটি গুরুত্বপূর্ণ অংশ। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ২০৩০ সালের মধ্যে অন্যান্য খাতকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছেন তিনি।

বিজ্ঞাপন

আর এই ফ্যাশন শো-র পোশাকের ডিজাইন করেছেন মরক্কান ডিজাইনার ইয়াসমিনা কাঞ্জাল।

বিজ্ঞাপন

তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি সত্যি যে সৌদি খুবই রক্ষণশীল একটি দেশ। তবে আমরা মার্জিত সুইমস্যুট দেখানোর চেষ্টা করেছি যেগুলো আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে।’

বিজ্ঞাপন

‘আমরা যখন এখানে এসেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম সৌদি আরবে একটি সুইমস্যুট ফ্যাশন শো ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ এবারই প্রথমবারের মতো আমরা এ ধরনের একটি আয়োজন করেছি।’

শাখ মোহাম্মদ নামের এক সিরীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার এই শো-তে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, এটি নিয়ে একটুও অবাক হননি শাখ মোহাম্মদ। কারণ সৌদি তার ফ্যাশন এবং পর্যটন খাতকে সমৃদ্ধ করতে অনেকদিন ধরেই উন্মুক্ততা দেখাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাখ মোহাম্মদ আরও বলেছেন, ‘এবারই প্রথমবারের মতো সৌদিতে আমরা সুইমশ্যুট ফ্যাশন শো দেখলাম। কিন্তু কেন নয়? আসলেই কেন নয়? এটি সম্ভব এবং আমরা এখানে এটি দেখতে পাচ্ছি।’

এই শো-য়ে যোগ দিয়েছিলেন ফরাসি ডিজাইনার রাফায়েল সিমাকোরবে। তিনি জানিয়েছেন, এই শো-য়ে শালীনতা বিরোধী কিছু দেখেননি রাফায়েল। তবে সৌদিতে এই শো আয়োজন অনেক বড় একটি অর্জন ছিল।

বিজ্ঞাপন

রাফায়েল বলেন ‘আজ এমন আয়োজন করা তাদের জন্য খুবই দুঃসাহসিক সিদ্ধান্ত ছিল। আমি এটির অংশ হতে পেরে অনেক খুশি।’ সূত্র: এএফপি

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD